ফেসবুকে শরীর খারাপের পোস্ট, এক ঘণ্টা পর সাংবাদিকের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁদপুরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে দৈনিক সমাচার পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি আবুল হাসনাত (৫২) মারা গেছেন। গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে তিনি চাঁদপুর সদর হাসপাতালে মারা যান।


মৃত্যুর ঘণ্টাখানিক আগে রাত দেড়টার দিকে সাংবাদিক আবুল হাসনাত তাঁর ফেসবুকে পোস্ট দেন, 'আমার অবস্থা ভালো না। আমাকে সবাই মাফ করে দেবেন। আমার সন্তানদের একটু দেখবেন।' এই পোস্টের পর স্থানীয় একজন সাংবাদিক ও হাসনাতের পরিবারের সদস্যরা মিলে তাঁকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুজাউদ্দৌলা রুবেল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আবুল হাসনাত প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন।


এদিকে গতকাল রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডে নিজ বাড়িতে এক ব্যক্তি (৫৫) মারা গেছেন। তিনি জ্বর ও কাশিতে ভুগছিলেন।


এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজেদা বেগম বলেন, 'মৃত্যুর খবর আমি শুনেছি। তাঁর নমুনা সংগ্রহ করার পর বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে।'