সিলেটে আরও ৪৮ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগে নতুন করে আরও ৪৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে করোনাভাইরাসের সংক্রমণের নমুনা পরীক্ষায় নতুন শনাক্তের এ প্রতিবেদন পাওয়া গেছে।

নতুন করে কোভিড-১৯–এ আক্রান্ত ব্যক্তিরা সিলেট ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

এ নিয়ে বিভাগে মোট আক্রান্ত বক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৪।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে মোট ১৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সিলেট জেলার ৩১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত ল্যাবে সুনামগঞ্জ জেলার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শনাক্ত হন ১৮ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান বলেন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয় ৩১ জনের। তাঁরা সবাই সিলেট জেলার বাসিন্দা। অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে সুনামগঞ্জ জেলার ১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।