করোনায় সাবেক সচিব বজলুল করিমের মৃত্যু

এম বজলুল করিম চৌধুরী
এম বজলুল করিম চৌধুরী

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এবার মারা গেলেন সাবেক সচিব এম বজলুল করিম চৌধুরী। আজ রোববার সকালে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।

এম বজলুল করিম চৌধুরী ঢাকার সাবেক বিভাগীয় কমিশনার। তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। ১৯৮৫ বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা কর্মজীবনে টাঙ্গাইলের জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্বপালন করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর স্ত্রীও করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চিকিৎসাধীন।

বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে সাবেক ও বর্তমান মিলিয়ে এর আগে প্রশাসনের আরও সাতজন কর্মকর্তা করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন। বজলুল করিমসহ এখন সংখ্যাটি আটে দাঁড়াল।