ভৈরবে করোনার নমুনা পরীক্ষায় অর্ধেকই আক্রান্ত

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় এক দিনে ৩৬ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনেরই করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৭–তে। আজ সোমবার উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, কোভিড–১৯ আক্রান্তের ক্ষেত্রে কিশোরগঞ্জ জেলাকে ‘হটস্পট’ ঘোষণা করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা তেরো উপজেলা নিয়ে গঠিত। জেলায় এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৫৩। জেলার মধ্যে ভৈরবে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। ভৈরবে প্রথম সংক্রমণ ধরা পড়ে ১০ এপ্রিল। আক্রান্ত ব্যক্তি ছিলেন পুলিশের একজন উপপরিদর্শক (এসআই)। মাঝে বেশ কিছুদিন আক্রান্তের ঘটনা ঘটেনি। ঈদের পর থেকে আক্রান্তের হার বেড়ে কয়েক গুণ হয়েছে।
জেলায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মারা গেছেন ১০ জন। এর মধ্যে ভৈরবে মারা গেছেন একজন। সুস্থ হয়েছেন ৫২।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, ভৈরব নদীবন্দর ও বাণিজ্য এলাকা। অনুকূল নদী, রেল ও সড়কপথের কারণে ভৈরবকে শুরু থেকেই ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছিল। তবে ঈদের পর পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।