সুনামগঞ্জে করোনায় প্রথম মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুনামগঞ্জের ছাতকের এক বাসিন্দা (৫০) মারা গেছেন। সিলেটের করোনা চিকিৎসাকেন্দ্র শহীদ শামসুদ্দিন হাসপাতালে আজ সোমবার বেলা দেড়টায় তাঁর মৃত্যু হয়। সুনামগঞ্জে করোনায় এটিই প্রথম মৃত্যু।

শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ওই ব্যক্তি ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বাসিন্দা।

ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিব চক্রবর্তী জানান, ওই ব্যক্তির জ্বর-সর্দিসহ করোনার উপসর্গ থাকায় গত ২৮ মে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। ওই দিনই তাঁকে ভর্তি করা হয় শহীদ শামসুদ্দিন হাসপাতালে। পরে তাঁর করোনা শনাক্ত হয়। স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফন সম্পন্ন হবে।

সুনামগঞ্জে নতুন করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৬ জন র‌্যাবের সদস্য রয়েছেন। অন্যদের মধ্যে ছাতকে দুজন, সদর, জগন্নাথপুর ও দোয়ারাবাজার উপজেলায় একজন করে রয়েছেন।

সিভিল সার্জন মোহাম্মদ শামস উদ্দিন জানান, জেলায় এ পর্যন্ত ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬১ জন।