রাজশাহীতে আরও একজন এএসপিসহ ৬ জন কোভিড আক্রান্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহীর চারঘাট উপজেলায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির আরেকজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারসহ (এএসপি) ছয়জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের ল্যাবে তাঁদের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়।

আজ মঙ্গলবার সকালে রাজশাহী জেলা সিভিল সার্জন মোহা. এনামুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। এর আগে গত ৩১ মে পুলিশ একাডেমির শিক্ষানবিশ একজন এএসপি কোভিড-১৯-এ আক্রান্ত হন।

পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, গত ৪ মে জেলার তানোর থানার একজন পুলিশ সদস্য ও একজন পরিচ্ছন্নতাকর্মী কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হয়ে গত ২১ মে তাঁরা কাজে ফেরেন। এরপর গত ২৮ মে ঢাকাফেরত পুলিশের একজন সদস্য করোনায় আক্রান্ত হন। এরপর গত ৩১ মে পুলিশ একাডেমির শিক্ষানবিশ একজন এএসপি আক্রান্ত হন। বর্তমানে রাজশাহী পুলিশ লাইনসে ওই দুজন আইসোলেশনে চিকিৎসাধীন। গতকাল সোমবার নতুন করে আক্রান্ত এএসপিকে পুলিশ লাইনসের আইসোলেশন সেন্টারে রাখা হবে বলে জানিয়েছে পুলিশ একাডেমি। সিভিল সার্জন মোহা. এনামুল হক জানান, গতকাল রাজশাহীর ল্যাবে রাজশাহী জেলার মোট ছয়জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এর মধ্যে পুলিশ একাডেমির শিক্ষানবিশ একজন এএসপি ও রাজশাহী নগরের ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন। অপর চারজনের মধ্যে তানোর উপজেলার দুজন, গোদাগাড়ীর একজন এবং পবা উপজেলার একজন। গোদাগাড়ী উপজেলায় এই প্রথম কারও করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে বলে তিনি জানান। আক্রান্ত ওই নারী ঢাকাফেরত।

রাজশাহীতে গত ১২ এপ্রিল প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়। নতুন ছয়জন সহ মোট আক্রান্ত মানুষের সংখ্যা ৬০ জন। দুজন মারা গেছেন। মৃত দুজনের মধ্যে একজন পুলিশের উপপরিদর্শক (এসআই)। তিনি নওগাঁয় শনাক্ত হয়েছিলেন। রাজশাহীতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ জন। এর মধ্যে একজন ঢাকায় আক্রান্ত হয়ে রাজশাহীতে এসে সুস্থ হন।