ফেনীতে আরও ১৬ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফেনীতে নতুন করে ১৬ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন পৌর কাউন্সিলর, গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মী এবং পরিবহনমালিক নেতা রয়েছেন।
ফেনীর সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।


এ নিয়ে জেলায় মোট কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন ১৭৫ জন। এর মধ্যে ৩ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৫৯ জন। ৭ জনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ৬ জন ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। ১০০ জন স্বাস্থ্য বিভাগের অধীনে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।


স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নতুন আক্রান্ত ১৬ জনের মধ্যে দাগনভূঞা উপজেলার ১৫ জন ও ফেনী সদর উপজেলার একজন। দাগনভূঞায় ১৫ জনের মধ্যে একজন পৌর কাউন্সিলর ও তাঁর স্ত্রী, একজন পরিবহনমালিক ও তাঁর স্ত্রী, উপজেলা পর্যায়ের একজন গণমাধ্যমকর্মী এবং একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। তাঁদের প্রত্যেকের বাড়ি লকডাউন করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বাকিরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।