যশোর-বেনাপোল মহাসড়কের ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের দাবি

জীর্ণ ও মৃতপ্রায় গাছ অপসারণের দাবিতে যশোর নাগরিক অধিকার আন্দোলনের মানববন্ধন। আজ মঙ্গলবার যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ কলোনী বাজারে। ছবি: প্রথম আলো
জীর্ণ ও মৃতপ্রায় গাছ অপসারণের দাবিতে যশোর নাগরিক অধিকার আন্দোলনের মানববন্ধন। আজ মঙ্গলবার যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ কলোনী বাজারে। ছবি: প্রথম আলো

যশোর-বেনাপোল মহাসড়কের (যশোর রোড) পাশের ঝুঁকিপূর্ণ ও মৃত গাছ অপসারণের দাবিতে ঝিকরগাছার নাভারন এলাকায় মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ‘যশোর নাগরিক অধিকার আন্দোলন’ ও ঝিকরগাছার একটি সংগঠন ‘সেবা’র ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সম্প্রতি ঘূর্ণিঝড় আম্পানে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরাও অংশ নেন।

সেবা সভাপতি আশরাফুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য শাহানা আক্তার, নাভারন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী, যশোর নাগরিক অধিকার আন্দোলন কমিটির সমন্বয়ক শেখ মাসুদুজ্জামান, কার্যনির্বাহী সদস্য আহসানউল্লাহ ময়না, সাবেক ইউপি সদস্য ফয়জুদ্দিন, নাভারন ইউনিয়ন যুবদল নেতা আবু হাসান প্রমুখ।

সেবার সভাপতি আশরাফুজ্জামান বলেন, গত ২০ মে ঘূর্ণিঝড় আম্পানে যশোর-বেনাপোল মহাসড়কে ১৩টি গাছ উপড়ে পড়েছে। এর মধ্যে তিনটি গাছ পড়ে পাশের ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

যশোর থেকে কলকাতা পর্যন্ত যাওয়ার ঐতিহাসিক এই সড়ক ‘যশোর রোড’ নামে পরিচিত। এর দুই পাশে এখনো টিকে থাকা গাছগুলো অপসারণ ও রক্ষা নিয়ে পক্ষে-বিপক্ষে মত রয়েছে।