খুলনার ল্যাবে নতুন ১৪ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনা মেডিকেল কলেজের ল্যাবে নগরের দুজনসহ বিভাগের পাঁচ জেলায় আরও ১৪ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল বুধবার পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁদের করোনা পজিটিভ ধরা পড়ে।

এদিকে গত সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন ব্যক্তির রিপোর্ট নেভেটিভ এসেছে।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মেহেদী নেওয়াজ জানান, বুধবার খুলনার ল্যাবে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিল ৫৩টি। সব নমুনা মিলিয়ে মোট ১৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে দুজন খুলনা নগরের। একজন শেখপাড়া এলাকার ৪৯ বছর বয়সী ব্যক্তি, আরেকজন নগরের ছোট বয়রা আর্ট কলেজ এলাকার ২৪ বছরের যুবক। এ ছাড়া বাগেরহাট জেলার চারজন, মাগুরা জেলার পাঁচজন, সাতক্ষীরা জেলার একজন ও যশোরের দুজন আছেন।

খুলনার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, খুলনায় এ পর্যন্ত ২ হাজার ৫১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ৩ জুন সকাল ৮টা থেকে ৪ জুন সকাল ৮টা পর্যন্ত খুলনার ৫৩টি নমুনা পরীক্ষায় দুজনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে খুলনার ১২২ জন রোগীর মধ্যে ৬৩ জন খুলনা নগরের। বাকি ৫৯ জনের মধ্যে দাকোপে ছয়জন, বটিয়াঘাটায় তিনজন, রূপসায় ১২ জন, তেরখাদায় তিনজন, দিঘলিয়ায় ২৪ জন, ফুলতলায় দুজন, ডুমুরিয়ায় সাতজন, পাইকগাছায় ও কয়রায় একজন করে।