যুগ্ম সচিব পদে ১২৩ জনকে পদোন্নতি

 জনপ্রশাসনের ১২৩ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করা হয়েছে। এ বিষয়ে আজ শুক্রবার দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ নিয়ে এখন জনপ্রশাসনে যুগ্ম সচিব হলেন ৭৩৯ জন। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে কয়েকজন জেলা প্রশাসকও রয়েছেন। ছয়জন বিদেশে বিভিন্ন দূতাবাস বা হাইকমিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন।

নিয়মানুযায়ী পদোন্নতি পাওয়া কর্মকর্তারা এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেবেন। এরপর তাঁদের পদায়ন করা হবে। তবে পর্যাপ্ত পদ না থাকায় বেশির ভাগ কর্মকর্তাকেই আগের পদে থাকতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপসচিব পদেও পদোন্নতির আলোচনা আছে। এ ক্ষেত্রে এবার নতুন করে ২৭তম বিসিএস থেকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হবে।