ময়মনসিংহে শ্বাসকষ্ট ও কাশি নিয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

ময়মনসিংহে কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে তিনি শহরের এস কে হাসপাতালের আইসোলেশন ইউনিটে মৃত্যুবরণ করেন।

জেলার সিভিল সার্জন এ বি এম মসিউল আলম প্রথম আলোকে জানান, ৫২ বছর বয়সী ওই ব্যক্তি অসুস্থ হয়ে শুক্রবার রাতে আইসোলেশন ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি ত্রিশাল উপজেলায়। পেশায় তিনি একজন স্কুলশিক্ষক। তিনি শ্বাসকষ্ট ও কাশিতে ভুগছিলেন। এগুলো করোনাভাইরাসের উপসর্গ হওয়ায় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাঁর লাশ হস্তান্তর ও দাফন প্রক্রিয়া চলছে।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহে এখন পর্যন্ত কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন আরও পাঁচজন।