ব্রাহ্মণবাড়িয়ায় আরও আটজনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরও আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৫১। নবীনগর উপজেলায় সংখ্যাটা ৭৩, যা জেলার মধ্যে সর্বোচ্চ। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়।

সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, রোববার বেলা তিনটার দিকে ২৫১ জনের নমুনার ফল কার্যালয়ে পৌঁছায়। এর মধ্যে আটজনের নমুনা পরীক্ষার ফল করোনা ‘পজিটিভ’ এসেছে। আক্রান্ত সবাই নবীনগর উপজেলার বাসিন্দা।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৫ হাজার ২০০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৩২১ জনের ফল পাওয়া গেছে। জেলায় করোনায় সংক্রমিত মোট ২৫১ জনের মধ্যে ৭২ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৬৭ জন।