করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ডা. মির্জা নাজিম উদ্দিন

ডা. মির্জা নাজিম উদ্দিন। ছবি: সংগৃহীত
ডা. মির্জা নাজিম উদ্দিন। ছবি: সংগৃহীত

 স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)–এর প্রধান এবং হাসপাতালের পরিচালক (মেডিকেল সার্ভিস) অধ্যাপক ডা. মির্জা নাজিম উদ্দিন (৬৭) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম আলোকে অধ্যাপক ডা. মির্জা নাজিম উদ্দিনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। 

অধ্যাপক ডা. মির্জা নাজিম উদ্দিন করোনা আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. মির্জা নাজিম উদ্দিন বিএমএ–এর আজীবন সদস্য ছিলেন। তার স্ত্রী অধ্যাপক ডা. খালেদা ইয়াসমিন স্কয়ার হাসপাতালের স্ত্রী ও প্রসূতি রোগ বিদ্যা বিভাগের চিকিৎসক।