চাঁদপুরে করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হাই মুনশি (৭২) কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এদিকে, হাইমচরে চার পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

পারিবারিক সূত্রে জানা যায়, আবদুল হাই গত ৩১ মে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল ভর্তি করা হয়। নমুনা পরীক্ষার পর তাঁর শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। ওই হাসপাতালে আট দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তাঁর মৃত্যু হয়।

কচুয়া থানার ওসি ওলি উল্লাহ বলেন, বিকেলে কচুয়ার নিজ গ্রামের বাড়ির কবরস্থানে সরকারি নিয়ম মোতাবেক আবদুল হাই মুনশির লাশ দাফন করা হয়েছে।

হাইমচরে ৪ পুলিশ কর্মকর্তা আক্রান্ত
পুলিশ সূত্র জানায়, হাইমচরে চার পুলিশ কর্মকর্তার করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের একজনকে ঢাকার পুলিশ হাসপাতালে ও অন্য তিনজনকে চাঁদপুর সদর হাসপাতালে আইসোলেশনে পাঠানো হয়েছে।

অন্যদিকে, মতলব দক্ষিণ উপজেলায় নতুন করে আরও দুজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

চাঁদপুরের সিভিল সার্জন সাখাওয়াত উল্লাহ বলেন, ‘ইউপি চেয়ারম্যানের বাড়িসহ আশপাশের চারটি বাড়ি লকডাউন করার জন্য নির্দেশ দিয়েছি। তবে হাইমচর থানা সরকারি অফিস হওয়ায় তা লকডাউনের আওতায় পড়বে না।’