রাজশাহীতে সংবাদকর্মীর করোনা শনাক্ত

আবু সাঈদ
আবু সাঈদ

রাজশাহীতে এক সংবাদকর্মীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। কোভিড–১৯–এ আক্রান্ত ওই সংবাদকর্মীর নাম আবু সাঈদ (৩৫)। তিনি বেসরকারি এস এ টেলিভিশনের রাজশাহী ব্যুরোর ক্যামেরাপারসন।

আজ মঙ্গলবার দুপুরে টেলিভিশনটির রাজশাহী ব্যুরো প্রধান জিয়াউল গনি প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে তাঁর সহকর্মী আবু সাঈদ অসুস্থ। গতকাল সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে তিনি রাজশাহীর পবা উপজেলার কাটাখালির নিজ বাড়িতে আইসোলেশনে (বিচ্ছিন্ন) আছেন। তাঁর শারীরিক অবস্থা ভালো আছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ২৪ ঘণ্টায় রাজশাহী নগর ও জেলায় মোট ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে পবার সংবাদকর্মী আবু সাঈদও রয়েছেন। গতকাল পর্যন্ত জেলায় ৮৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ জন। কোভিড–১৯–এ আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন।