চাঁপাইনবাবগঞ্জে দুই স্বাস্থ্যকর্মীসহ ২০ জনের করোনা শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে আজ বুধবার নতুন করে দুই স্বাস্থ্যকর্মীসহ ২০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট কোভিড–১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ৭৮। তাঁদের মধ্যে ৪২ জন সুস্থ হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) থেকে আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জের ২০৩ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে। তাঁদের মধ্যে ২০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে গোমস্তাপুর উপজেলায় নয়জন, ভোলাহাটে ছয়, শিবগঞ্জে তিন, নাচোল ও সদর উপজেলায় একজন করে আছেন।

সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে নাচোলের একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য ব্যক্তিদের বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।