উপসর্গ নিয়ে মারা যাওয়া পুলিশ পরিদর্শকের করোনা শনাক্ত

আবদুল জলিল সরদার
আবদুল জলিল সরদার

করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া কুড়িগ্রাম পুলিশ লাইনসে কর্মরত পুলিশ পরিদর্শক (সশস্ত্র) আবদুল জলিল সরদারের (৫৫) করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। বুধবার জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে আবদুল জলিল মারা যান। বুধবার নওগাঁয় তাঁর গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়।

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, গত ৩১ মে কুড়িগ্রামে দেওয়া নমুনা এবং মৃত্যুর পর বগুড়ায় দেওয়া নমুনার দুটিতেই পুলিশ পরিদর্শক আবদুল জলিলের করোনা পজিটিভ এসেছে।

কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, করোনার উপসর্গ থাকায় গত ৩১ মে আবদুল জলিল সরদারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। মঙ্গলবার রাতে পাওয়া প্রতিবেদনে তাঁর করোনা শনাক্ত হয়।

কুড়িগ্রামের সিভিল সার্জন হাবিবুর রহমান বলেন, জেলায় এ পর্যন্ত মোট ৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৫৭ জন। ২৬ জন এখনো চিকিৎসাধীন। করোনায় এবারই প্রথম একজনের মৃত্যু হলো।