ফেনীতে পাঁচ পুলিশসহ নতুন ২৫ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

ফেনী জেলায় পাঁচ পুলিশ সদস্যসহ আরও ২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৩৭২ জনে। বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন জানান, করোনাভাইরাসে নতুন সংক্রমিত ২৫ জনের মধ্যে সোনাগাজী উপজেলার একজন পুলিশ পরিদর্শক ও চারজন পুলিশ কনস্টেবলসহ নয়জন, ফেনী সদর উপজেলায় আটজন, দাগনভূঞা উপজেলার চারজন, ছাগলনাইয়া উপজেলার চারজন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বর্তমানে ১৩ জন করোনা রোগী ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্যরা স্বাস্থ্য বিভাগের অধীনে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনায় এখন পর্যন্ত জেলায় নয়জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৯১ জন। করোনায় সংক্রমিত মোট শনাক্ত ব্যক্তিদের মধ্যে ফেনী সদর উপজেলায় ১৪২, দাগনভূঞায় ৯৯, ছাগলনাইয়ায় ৪৩, সোনাগাজীতে ৫৫, পরশুরামে ১৬ ও ফুলগাজীতে নয়জন।