সুনামগঞ্জে আরও ৪৬ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

সুনামগঞ্জে নতুন করে ৪৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৩৯৬ জনে। বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করে আক্রান্ত হওয়া ৪৬ জনের মধ্যে ছাতক উপজেলায় ১৯, দোয়ারাবাজারে নয়, জামালগঞ্জে ছয়, জগন্নাথপুরে তিন, দক্ষিণ সুনামগঞ্জে ছয়, সুনামগঞ্জ সদর উপজেলায় দুই ও দিরাই উপজেলায় একজন রয়েছেন। সুনামগঞ্জে মোট করোনা আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০৪, ছাতক উপজেলায় ১১৩, দোয়ারাবাজারে ৩৬, দক্ষিণ সুনামগঞ্জে ২৬, তাহিরপুরে ১৭, বিশ্বম্ভরপুরে ১৬, জগন্নাথপুরে ২৮, শাল্লা উপজেলায় ১১, ধর্মপাশায় ১৮, জামালগঞ্জে ১৯ জন ও দিরাইয় আটজন রয়েছেন।

জেলা সিভিল সার্জন মোহাম্মদ শামস উদ্দিন বলেন, সুনামগঞ্জে এখন পর্যন্ত পাঁচ হাজার ১৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফল পাওয়া গেছে চার হাজার ৪৭৮ জনের। এ পর্যন্ত সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৯৬ জন। মারা গেছেন তিনজন। বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন ২৯৯ জন।