কুড়িগ্রামে জ্বর, সর্দি নিয়ে কোয়ারেন্টিনে থাকা একজনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় জ্বর, সর্দি, পেট ব্যথা নিয়ে হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া ওই ব্যক্তির বয়স হয়েছিল ৪২ বছর। সপ্তাহখানেক আগে তিনি নারায়ণগঞ্জ থেকে জ্বর, সর্দি, পেট ব্যথা নিয়ে চিলমারীর বাড়িতে আসেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা হলে তাঁকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়। সেই অনুযায়ী তিনি হোম কোয়ারেন্টিনে থাকছিলেন।

রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম বলেন, ওই ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে আসলে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে বারবার নমুনা সংগ্রহ করতে বলা হলেও তারা নমুনা সংগ্রহ করেনি। এরই মধ্যে তিনি মারা গেলেন।

মৃত্যুর পর ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ ডব্লিউ এম রায়হান শাহ বলেন, স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের ব্যবস্থা চলছে।