রাঙ্গুনিয়ায় জ্বর-শ্বাসকষ্ট নিয়ে কলেজশিক্ষকের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া ব্যক্তি উপজেলার সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি রাউজান উপজেলায় এলাকায় হলেও তিনি রাঙ্গুনিয়া পৌর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা থাকায় ৯ জুন তাঁর করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছিল। তবে প্রতিবেদন এখনো আসেনি বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র।

রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হক বলেন, শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। কিন্তু এর আগেই তিনি মারা যান। স্বজনেরা জানিয়েছেন, কয়েক দিন ধরে ওই ব্যক্তির জ্বর ও শ্বাসকষ্ট ছিল। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলেও প্রতিবেদন এখনো আসেনি।