কুষ্টিয়ায় ১৪ পুলিশসহ ২৪ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

কুষ্টিয়ায় ১৪ জন পুলিশ সদস্যসহ নতুন করে আরও ২৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ২০০ ছাড়াল।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, নতুন করে ১৪ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। জেলায় সব মিলিয়ে পুলিশের ২৫ জন সদস্য কোভিড–১৯–এ আক্রান্ত হলেন। তাঁদের সবাইকে পুলিশ লাইনসের হাসপাতালে আইশোলসনে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১৮ জন সদস্যই পুলিশ লাইনসের একটি ব্যারাকের এক অংশের একটি কক্ষে ছিলেন। ওই কক্ষে মোট সদস্য ৩৭ জন। বাকি সদস্যদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় জানায়, নতুন আক্রান্ত ২৪ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ২০ জন, দৌলতপুরে ১ জন ও মিরপুরে ৩ জন রয়েছেন। সদরের ২০ জনের মধ্যে ১৪ জনই পুলিশ লাইনসের পুলিশ সদস্য। নতুন আক্রান্ত বক্তিদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৫ জন নারী। এ নিয়ে কুষ্টিয়া জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২০২ জনে।