নীলফামারীতে আরও ২৩ জনের শনাক্ত

নীলফামারীতে নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯ সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ২২৩। আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ডিমলা উপজেলায় ১৬, ডোমারে চার, জলঢাকায় দুই ও সৈয়দপুরে একজন রয়েছেন। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২২৩। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৯৪ জন। আইসোলেশনে চিকিৎসাধীন ১২৩ জন। মারা গেছেন চারজন।

জেলা সিভিল সার্জন রণজিৎ কুমার বর্মণ বলেন, গত ৭ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত জেলায় মোট আক্রান্ত মানুষের সংখ্যা ছিল ২০০। নতুন করে আরও ২৩ জনের করোনা পজিটিভ এসেছে। সব মিলে জেলায় করোনা রোগী ২২৩ জনে দাঁড়াল।