মির্জাপুরে কোভিডের উপসর্গ নিয়ে দরজির মৃত্যু

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

টাঙ্গাইলের মির্জাপুরে কোভিড–১৯–এর (করোনাভাইরাস) উপসর্গ নিয়ে এক দরজি (৩২) মারা গেছেন। আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রমতে, জ্বর, গলাব্যথা, কাশিসহ করোনার উপসর্গ নিয়ে গত বুধবার ওই ব্যক্তি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দেন। গতকাল বৃহস্পতিবার সংগৃহীত নমুনা উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে ঢাকার জনস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইপিএইচ) পাঠানো হয়েছে। ফলাফল আসার আগেই তিনি মারা গেলেন। আজ বেলা ১১টায় তাঁর মরদেহ জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম করোনার উপসর্গ নিয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মির্জাপুরে এ পর্যন্ত করোনায় ৫৬ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের রেনু বেগম এবং বহুরিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রকৌশলী খলিলুর রহমান ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১৩ জন। অন্যরা নিজের বাড়িতে এবং মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।