হাটহাজারীতে এক দিনে ৫৮ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এক দিনে ৫৮ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৪৮ জনে। আজ শুক্রবার উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইন প্রথম আলোকে বলেন, ৩ জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৩ জনের নমুনা এবং গত ৯ জুন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসুতে) ল্যাবে ৩৩ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে আজ শুক্রবার এক দিনে ৫৮ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্ত সবাইকে বাড়িতে আইসোলেশনে (বিচ্ছিন্ন) রেখে চিকিৎসা দেওয়া শুরু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত উপজেলায় ১ হাজার ৪৫টি নমুনার মধ্যে ২৪৮ জনের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৪৭ জন সুস্থ হয়েছেন। চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলার মধ্যে হাটহাজারী উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।