মতলবে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে কিশোরের মৃত্যু, বাড়ি লকডাউন

চাঁদপুর
চাঁদপুর

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জ্বর, সর্দি-কাশি, শরীরব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে এক কিশোর (১২) মারা গেছে। আজ শুক্রবার সকাল সাতটায় উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে নানার বাড়িতে তার মৃত্যু হয়। বাড়িটি লকডাউন করা হয়েছে।

এদিকে, আজ এ উপজেলায় আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ১৭ জন কোভিডে আক্রান্ত হলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত জাহান জানান, করোনার উপসর্গ নিয়ে আজ সকালে ওই কিশোরের মৃত্যু হয়েছে। ওই কিশোর ও তার পরিবার নারায়ণগঞ্জে থাকে। তার পৈতৃক বাড়ি মতলব উত্তর উপজেলার মাথাভাঙ্গা এলাকায়। জ্বর, সর্দি-কাশি, শরীরব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে সে গত বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে তার নানার বাড়িতে আসে। তীব্র শ্বাসকষ্ট নিয়ে আজ সকাল সাতটায় ওই বাড়িতে মারা যায় সে।

নুসরাত জাহান আরও জানান, কিশোরটির নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে লাশ তার নানার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কিশোরটির মা ও নানার পরিবারের সদস্যদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। নানার বাড়িটি লকডাউন করা হয়েছে।