সীতাকুণ্ডে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে একজনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তি (৬৫) মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে তিনি মারা যান। তাঁর বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

এদিকে গতকালও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক, তিন পুলিশ সদস্যসহ নয়জনের করোনা পজিটিভ ফল পাওয়া গেছে। এ নিয়ে সীতাকুণ্ডে মোট করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের সংখ্যা ১৭২। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭০ জন। মারা গেছেন চারজন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ প্রথম আলোকে বলেন, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়নি। তবে করোনাভাইরাসে সংক্রমণের লক্ষণ ছিল বলে তাঁর বাড়ি লকডাউন করা হয়েছে। পরিবারের সদস্যদের লক্ষণ দেখা দিলে নমুনা পরীক্ষা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ড কেন্দ্রীয় শ্মশান স্বেচ্ছাসেবকেরা আজ শনিবার সকালে ওই ব্যক্তির লাশ দাহ করেছেন।