পিরোজপুরে করোনা শনাক্ত ১০০ ছাড়াল

পিরোজপুরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১০০। আজ শনিবার বিকেল পর্যন্ত ১০২ জনের করোনায় সংক্রমিত হওয়ার তথ্য পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে তিনজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৬৬ জন। জেলায় করোনায় আক্রান্ত রোগীর অর্ধেকের বেশি সুস্থ হয়েছেন। মৃত্যুর হার ২ দশমিক ৯৪ শতাংশ। আক্রান্ত ব্যক্তিদের ৯৫ শতাংশ বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

বর্তমানে করোনায় সংক্রমিত ৩৩ জন রোগীর মধ্যে ৪ জন হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন। বাকি ২৯ জন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল জেলার মঠবাড়িয়া উপজেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আবু হানিফ (৩২) নামের করোনায় সংক্রমিত ওই ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে মঠবাড়িয়ায় এসেছিলেন। সবশেষ শুক্রবার জেলায় তিনজনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ১০২।

জেলার সবচেয়ে বেশি করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা পিরোজপুর সদর উপজেলায় ৩১ জন। সদর উপজেলায় আক্রান্ত রোগীর মধ্যে সুস্থ হয়েছেন ২০ জন। আক্রান্ত রোগী মারা গেছেন একজন। মঠবাড়িয়া উপজেলায় আক্রান্ত ২২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৬ জন। ভান্ডারিয়া উপজেলায় আক্রান্ত ২০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১২ জন। ইন্দুরকানি উপজেলায় আক্রান্ত ১১ জনের সবাই সুস্থ হয়েছেন। নাজিরপর উপজেলায় আক্রান্ত আটজনের মধ্যে সুস্থ হয়েছেন চারজন। মারা গেছেন একজন। নেছারাবাদ উপজেলায় আক্রান্ত আটজনের মধ্যে সুস্থ হয়েছেন দুজন। মারা গেছেন একজন। কাউখালী উপজেলায় আক্রান্ত দুজনের মধ্যে সুস্থ হয়েছেন একজন।

পিরোজপুরের সিভিল সার্জন হাসনাত ইউসুফ বলেন, করোনায় সংক্রমিত বেশির ভাগ রোগীদের মৃদু উপসর্গ জ্বর, কাশি ও সর্দি দেখা যায়। অনেকের কোনো উপসর্গ প্রকাশ পায়নি। ফলে শ্বাসকষ্ট ছাড়া অন্য উপসর্গ দেখা দিলে তাঁদের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিভিল সার্জন জানান, জেলায় করোনায় আক্রান্ত রোগীর অর্ধেকের বেশি সুস্থ হয়েছেন। মৃত্যুর হার ২ দশমিক ৯৪ শতাংশ। আক্রান্ত ব্যক্তিদের ৯৫ শতাংশ বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, মানুষকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা। সবাই সচেতন হলে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা মোকাবিলা সম্ভব।