ফরিদপুরে ৬ পুলিশসহ ৩৬ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

ফরিদপুরে পুলিশের ৬ সদস্যসহ আরও ৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় কোভিড-১৯-এ আক্রান্ত রোগীর সংখ্যা ৭৮৯। আজ শনিবার রাতে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ফরিদপুরে নতুন করে ৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে বোয়ালমারীতে ১৫, চরভদ্রাসনে ৭, ফরিদপুর সদরে ৬, ভাঙ্গা, মধুখালী ও সদরপুরে ২ জন করে এবং সালথা ও নগরকান্দায় ১ জন করে রয়েছেন। নতুন করে শনাক্ত ব্যক্তিদের মধ্যে ১৩ জন নারী ও ২৩ জন পুরুষ। তাঁদের মধ্যে পুলিশের ছয় সদস্য রয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, করোনায় সংক্রমিত ব্যক্তিদের আপাতত বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হবে। তবে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁদের ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে স্থানান্তর করা হবে।

জেলা পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, বোয়ালমারী, চরভদ্রাসন, ফরিদপুর সদর, ভাঙ্গা, মধুখালী, নগরকান্দা, সালথা ও সদরপুরে নতুন করে যে ৩৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে, তাঁদের প্রত্যেকের বাড়ি লকডাউন করা হয়েছে।