করোনায় মারা গেলেন চিকিৎসক সাজ্জাদ

ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন। ছবি: সংগৃহীত
ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন। ছবি: সংগৃহীত

বিআরবি হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটির মুখপাত্র রাহাত আনোয়ার প্রথম আলোকে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

করোনা আক্রান্ত হওয়ার শুরুতে ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় গত ২৯ মে বিআরবি হাসপাতালে যান তিনি। ওই দিনই সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। অবস্থা আরও খারাপ হওয়ায় ২৯ মে রাতে ডা. সাজ্জাদ হোসেনকে ভেন্টিলেশনে নেওয়া হয়।

সেখানে ১৫ দিন চিকিৎসাধীন থেকে মারা যান ডা. সাজ্জাদ হোসেনে। তাঁর স্ত্রী করোনা আক্রান্ত হয়ে একই মেডিকেলের সংশ্লিষ্ট ইউনিটে ভর্তি আছেন।

ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন সিএমসির ২০তম ব্যাচের শিক্ষার্থী।