পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে

ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) সারা দেশে আরও ছয়জন পুলিশ সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

শনিবার পর্যন্ত এ নিয়ে পুলিশ বাহিনীতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ১৯৭। এর মধ্যে ডিএমপিতে আক্রান্ত আছেন ১ হাজার ৯৩৪ জন।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, এখন পর্যন্ত পুলিশ বাহিনীতে ২৪ জন সদস্য মারা গেছেন। গত বুধবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২১ জন পুলিশ সদস্যের মৃত্যু হয়। এরই মধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া আরও তিন পুলিশ সদস্যের পরীক্ষার ফল পজিটিভ আসে। এ নিয়ে পুলিশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-গণমাধ্যম ও জনসংযোগ) সোহেল রানা প্রথম আলোকে বলেন, দেশে করোনা বিস্তারের শুরু থেকে জনগণের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে বাংলাদেশ পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে। মানুষের জন্য সর্বোচ্চ ঝুঁকি নেওয়ায় একক পেশা হিসেবে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্যরা সর্বোচ্চসংখ্যক করোনার সংক্রমণের শিকার হয়েছেন।