কুমিল্লায় এক দিনে শতাধিক মানুষের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

কুমিল্লায় এক দিনে শতাধিক মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে কুমিল্লা জেলায় কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৫৭। আজ রোববার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আজ জেলায় নতুন করে আরও ১১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৩৭, চান্দিনা উপজেলায় ১১, কুমিল্লা সদর দক্ষিণে ৯, চৌদ্দগ্রাম ও দাউদকান্দিতে ৮ জন করে, আদর্শ সদরে ৭ জন, হোমনা ও দেবীদ্বার উপজেলায় ৬ জন করে, লাকসামে ৪ জন, বরুড়ায় ও নাঙ্গলকোটে ৩ জন করে, মুরাদনগর, লালমাই, বুড়িচং ও তিতাস উপজেলায় ২ জন করে ও ব্রাহ্মণপাড়ায় ১ জন রয়েছেন।

জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন মো. সাহাদাত হোসেন জানান, নতুন আরও ১১১ জনসহ জেলায় মোট কোভিডে আক্রান্ত ৯৫৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮৬ জন। আর মারা গেছেন ৫২ জন।