সৈয়দপুরে আরও তিনজনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নীলফামারীর সৈয়দপুরে আরও তিনজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রক কর্মকর্তা আরমান হোসেন। ৮ জুন তাঁদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

এই তিনজনের মধ্যে কোভিড–১৯ রোগী এক জিআরপি পুলিশ সদস্যের ছেলে আছে। এ ছাড়া বেসিক ব্যাংক সৈয়দপুর শাখার একজন কর্মকর্তাও আছেন।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ বলেন, শনাক্ত ব্যক্তিদের সৈয়দপুর ও নীলফামারী হাসপাতালের আইসোলেশন ইউনিটে নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার ফল জানার পর ওই সব ব্যক্তি ও তাদের আশপাশের বাড়ি লকডাউন করা হয়েছে।

সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, উপজেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা এখন পর্যন্ত ৩৪। হাসপাতালে চিকিৎসা শেষে ১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।