টেকনাফে করোনা শনাক্তের সংখ্যা ১০০ ছাড়াল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে কোভিড–১৯ রোগীর সংখ্যা ১০০ ছাড়িয়েছে। আজ সোমবার সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা প্রণয় রুদ্র।


এই চিকিৎসা কর্মকর্তা বলেন, এ পর্যন্ত টেকনাফে এক হাজার ৪৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গতকাল রোববার রাত পর্যন্ত ১০১ জনের করোনা পজেটিভ এসেছে। এখন পর্যন্ত তিনজন মারা গেছেন।সুস্থ হয়েছেন ২৩ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ১৯ এপ্রিল উপজেলায় প্রথম কোভিড–১৯ রোগী শনাক্ত হয়। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি ঢাকার কারওয়ান বাজারে ফল বিক্রি করে টেকনাফে ফিরে যান। তাঁকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। কয়েক দিন পর তিনি সুস্থ হয়ে বাড়িতে ফিরে যান।


টেকনাফ উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, দৈনিক সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ছে। এখন বড় চ্যালেঞ্জ মানুষকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা। সবাই সচেতন হলে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে করোনাভাইরাস মোকাবিলা সম্ভব।