জ্বর-শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু লৌহজংয়ের এক ব্যক্তির

মুন্সিগঞ্জের লৌহজংয়ের এক ব্যক্তি (৫৫) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। গতকাল সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর। 

ওই ব্যক্তির বাড়ি উপজেলার বৌলতলী ইউনিয়নের মাইজগাঁও পয়সা এলাকায়। তবে তিনি পরিবারের সঙ্গে রাজধানীর মোহাম্মদপুরে থাকতেন। স্বাস্থ্যবিধি মেনে আজ মঙ্গলবার নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, ৮ থেকে ১০ দিন আগে ওই ব্যক্তির জ্বর শুরু হয়। সঙ্গে গলাব্যথা ও মাথাব্যথাও ছিল। ৯ জুন মোহাম্মদপুরের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের উদ্যোগ নেন স্বজনেরা। গতকাল দিবাগত রাত একটার দিকে সেখানে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাবিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে ওই ব্যক্তির লাশ দাফনের অনুমতি চেয়েছিলেন। স্বাস্থ্যবিধি মেনে দাফনের অনুমতি দেওয়া হয়। আজ সকালে উপজেলা যুবলীগের নেতা মর্তুজার গঠন করা স্বেচ্ছাসেবী দলের মাধ্যমে দাফনের কাজ সম্পন্ন হয়েছে।