বকেয়া পরিশোধ ও কাজে পুনর্বহালের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

অবিলম্বে সব পাওনা পরিশোধ করে সোনারগাঁ টেক্সটাইল মিল খুলে দেওয়া এবং অলিম্পিক সিমেন্টের ছাঁটাই করা শ্রমিকদের বকেয়া পরিশোধ এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে সোনারগাঁ টেক্সটাইল মিল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ ও অলিম্পিক সিমেন্টের ছাঁটাই করা শ্রমিকেরা মানবন্ধন করেছেন। বরিশাল, ১৭ জুন। ছবি: প্রথম আলো
অবিলম্বে সব পাওনা পরিশোধ করে সোনারগাঁ টেক্সটাইল মিল খুলে দেওয়া এবং অলিম্পিক সিমেন্টের ছাঁটাই করা শ্রমিকদের বকেয়া পরিশোধ এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে সোনারগাঁ টেক্সটাইল মিল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ ও অলিম্পিক সিমেন্টের ছাঁটাই করা শ্রমিকেরা মানবন্ধন করেছেন। বরিশাল, ১৭ জুন। ছবি: প্রথম আলো

বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও অবিলম্বে মিল চালুর দাবিতে বরিশালে সোনারগাঁ টেক্সটাইল মিলের শ্রমিকেরা এবং ছাঁটাই হওয়া শ্রমিকদের কাজে পুনর্বহালের দাবিতে অলিম্পিক সিমেন্ট কোম্পানির শ্রমিকেরা মানববন্ধন ও সমাবেশ করেছেন।

নগরের সদর রোডের অশ্বিনীকুমার টাউন হলের সামনে আজ বুধবার বেলা ১১টায় এ কর্মসূচির আয়োজন করেন দুই কারখানার ভুক্তভোগী শ্রমিকেরা।

মানববন্ধন চলাকালে সোনারগাঁ টেক্সটাইল মিলের শ্রমিকেরা বলেন, করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রার্দুভাবের মধ্যে নগরের রূপাতলী এলাকার সোনারগাঁ টেক্সটাইল মিল বন্ধ করে দেয় মালিকপক্ষ। এতে তিন মাস ধরে মিলের পাঁচ শতাধিক শ্রমিক পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

শ্রমিকদের অভিযোগ, মিলমালিকেরা সরকার ঘোষিত সাধারণ ছুটির ঘোষণাকে পুঁজি করে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করছেন না। তিন মাস ধরে বেতন-ভাতা না পাওয়ায় এসব পরিবার অনাহার-অর্ধাহারে দিন কাটাচ্ছে। কবে নাগাদ মিল চালু হবে, তা-ও বলছে না মিল কর্তৃপক্ষ। ফলে গভীর উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে আছেন শ্রমিকেরা।

একই সঙ্গে বরিশালের একমাত্র সিমেন্ট কারখানা অলিম্পিক (অ্যাংকর সিমেন্ট) সিমেন্ট কোম্পনি প্রায় দেড় শ শ্রমিককে সম্প্রতি ছাঁটাই করেছে বলে শ্রমিকেরা অভিযোগ করেন। ছাঁটাই হওয়া শ্রমিক-কর্মচারীরা তাঁদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন।

মানববন্ধন কর্মসূচি চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন সোনারগাঁ টেক্সটাইল মিলের শ্রমিকনেতা নূরুল হক। এ সময় মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা কমিটির আহ্বায়ক ইমরান হাবীব, সদস্যসচিব মনীষা চক্রবর্তী, শ্রমিক শাহ আরজুমান, হারুন শরীফ, ফরহাদ হোসেন, হামিদা বেগম, বেবি আক্তার, হাওয়া বেগম, ইউসুফ হোসেন ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা শহীদ হোসেন।

সমাবেশে শ্রমিকেরা বলেন, সোনারগাঁ টেক্সটাইল মিল ও অলিম্পিক সিমেন্ট কোম্পানি কর্তৃপক্ষ শ্রম আইন লঙ্ঘন করে কারখানা বন্ধ ও শ্রমিক ছাঁটাই করে।

কয়েকজনের ভাষ্য, এপ্রিল ও মে মাসের বেতন, ঈদ বোনাসসহ যাবতীয় দাবি জানানো হলে তাঁদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে।

এ সময় শ্রমিকেরা সব বকেয়া পরিশোধ করাসহ অবৈধভাবে বন্ধ করা মিল খুলে দেওয়া এবং শ্রমিকদের কাজের নিশ্চয়তার পাশাপাশি আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য শ্রম মন্ত্রণালয়সহ স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।