মেহেরপুরে করোনার উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মেহেরপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে ফাতেমা খাতুন (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান। ওই নারীর বাড়ি সদর উপজেলার ময়ামারী গ্রামে।

জেলা সিভিল সার্জন নাসির উদ্দিন বলেন, করোনার উপসর্গ নিয়ে ওই নারীর মৃত্যু হওয়ায় তাঁর নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

হাসপাতালের আরএমও মুখলেছুর রহমান বলেন, ওই নারী সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আজ সকালে হাসপাতালে ভর্তি হন। করোনাভাইরাস সংক্রমিত সন্দেহে তাঁকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।