এসি ল্যান্ডের বিরুদ্ধে হুমকির অভিযোগ বাড়িওয়ালার

জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগমের বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলেছেন বাড়িওয়ালা। প্রতিকার পেতে পরিবারটি সংবাদ সম্মেলন করেছে। জামালপুর প্রেসক্লাব মিলনায়তন, ৮ জুন। ছবি: প্রথম আলো
জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগমের বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলেছেন বাড়িওয়ালা। প্রতিকার পেতে পরিবারটি সংবাদ সম্মেলন করেছে। জামালপুর প্রেসক্লাব মিলনায়তন, ৮ জুন। ছবি: প্রথম আলো

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগমের বিরুদ্ধে ভাড়া বাসার মালিকসহ তাঁর আত্মীয়স্বজনের জমির কাগজপত্র দেখে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। প্রতিকার পেতে পরিবারটি সংবাদ সম্মেলন করেছে। তবে এসব অভিযোগ মিথ্যাচার বলে দাবি করেছেন সরকারি এই কর্মকর্তা।

আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে জামালপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাড়ির মালিক পরিবারটি। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন বাসার মালিক আকলিমা খাতুন। তিনি বলেন, জামালপুর পৌর শহরের লিচুতলা এলাকায় তাঁর পাঁচতলা ভবন রয়েছে। সেখানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম ভাড়া থাকেন। সম্প্রতি তিনি (মাহমুদা) করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হন। বর্তমানে তিনি করোনামুক্ত হয়েছেন। বাড়ির অন্য ভাড়াটেরা স্বাস্থ্যবিধি মেনে চললেও তিনি মানেন না। তাঁকে রোজকার দুধ ওপরে গিয়ে দিয়ে আসতে হয় বিক্রেতার। তাঁকে নিচে এসে দুধ নেওয়ার অনুরোধ করলে তিনি ক্ষুব্ধ হন। এরপর থেকে তিনি নানা হুমকি-ধমকি দিচ্ছেন। তিনি এই পরিবারের চৌদ্দগোষ্ঠীর জমির কাগজপত্র দেখে নেওয়ার হুমকি দেন। এমনকি ম্যাজিস্ট্র্যাসি ক্ষমতা ব্যবহার করে পাঁচতলা বাড়িটি আইসোলেশন সেন্টার বানাবেন বলে হুমকি দেন।

আকলিমা খাতুন বলেন, ‘আমি একজন বয়স্ক মানুষ, তাঁর অফিস থেকে আমার জমির বারোটা বাজানোর যে হুমকি দেওয়া হচ্ছে, এতে আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছি। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ধরনের হুমকি-ধমকি থেকে আমি প্রতিকার চাই।’

পরিবারটি দাবি করে, সব হুমকির মুঠোফোনের অডিও ক্লিপ তাদের কাছে রয়েছে।

জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম প্রথম আলোকে বলেন, ‘ওই ব্যক্তির বাড়িতে আমি ভাড়া থাকি। আমি করোনায় আক্রান্ত হয়েছিলাম। তাঁর বাসায় আইসোলেশনে থাকার অপরাধ এবং বাসাটা ওই সময় কেন ছেড়ে দেইনি, এতেই বাসার মালিক আমাকে নানাভাবে হয়রানি করে আসছেন। আমি তাঁদের কোনো রকম হুমকি দিইনি। তাঁরা এসব মিথ্যাচার করছেন।’