মুন্সিগঞ্জে করোনা শনাক্ত সাড়ে ১৭ শ ছাড়াল

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

মুন্সিগঞ্জের ছয় উপজেলায় নতুন করে ৯৫ জন করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৭৫৬। আজ বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সিভিল সার্জন আবুল কালাম আজাদ। এদিন কেউ মারা যাননি। তবে নতুন সুস্থ হয়েছেন ২২ জন।

সিভিল সার্জন আবুল কালাম আজাদ জানান, ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে (নিপসম) পাঠানো নমুনার মধ্যে থেকে ৪৫২ জনের রিপোর্ট এসেছে। এতে ৯৫ জনের করোনা ‘পজিটিভ’ হওয়ার কথা জানানো হয়েছে। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলায় ৩১ জন, টঙ্গিবাড়ীতে ২৫, সিরাজদিখানে ১৮ জন, লৌহজংয়ে ৩ জন, শ্রীনগরে ৫ জন ও গজারিয়া উপজেলায় ১৩ জন রয়েছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, আজ ১৬৫ জনসহ এ পর্যন্ত জেলার মোট ৮ হাজার ৪৪ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ইতিমধ্যে ৭ হাজার ৭৩৮ জনের নমুনার ফল পাওয়া গেছে। এ পর্যন্ত সদর উপজেলায় ৭৫০ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ১৫৮ জন, সিরাজদিখান উপজেলায় ২৭৬ জন, শ্রীনগর উপজেলায় ১৬৩ জন, লৌহজং উপজেলায় ২৩৮ জন ও গজারিয়া উপজেলায় ১৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এখন পর্যন্ত জেলায় কোভিডে সংক্রমিত হয়ে মারা গেছেন ৩৯ জন। এর মধ্যে সদর উপজেলায় ২০ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ৮ জন, সিরাজদিখান উপজেলায় ৫ জন, শ্রীনগর উপজেলায় ১ জন ও লৌহজং উপজেলায় ৫ জন রয়েছেন।

এদিকে সদর উপজেলায় ৬ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ৩ জন, সিরাজদিখানে ৩ জন, লৌহজং উপজেলায় ১০ জনসহ আজ ২২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মুন্সিগঞ্জে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১৬।

করোনা–পরিস্থিতি নিয়ে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার আজ সন্ধ্যায় প্রথম আলোকে জানান, মুন্সিগঞ্জে প্রতিটি এলাকায় করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে। সংক্রমণ রোধে ‘রেড’ (লাল), ‘ইয়েলো’ (হলুদ) ও ‘গ্রিন’ (সবুজ) জোনে ভাগ করার কাজ চলছে। ইতিমধ্যে শহরের মাঠপাড়া এলাকাকে রেড জোনের আওতায় এনে লকডাউনের কাজ চলছে।

জেলা প্রশাসক আরও জানান, করোনা প্রতিরোধে জেলার সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে। বিশেষ প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। ব্যক্তিসচেতনতাই সংক্রমণ কমাতে পারবে বলে তিনি জানান।