কমলগঞ্জে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে দুই বৃদ্ধের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জের শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে প্রতিবেশী দুই বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার রাতে সিলেটে নেওয়ার পথে একজনের এবং নিজ বাড়িতে অপরজনের মৃত্যু হয়।

মারা যাওয়া দুজন হলেন ওয়াহিদ মিয়া (৬০) ও প্রতিবেশী আলতা মিয়া (৬২)। তাঁদের বাড়ি উপজেলার ভানুবিল গ্রামে।

স্থানীয় লোকজন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন ভানুবিল গ্রামের ওয়াহিদ মিয়া। তাঁর জ্বরের পাশাপাশি শ্বাসকষ্ট দেখা দেয়। তাঁকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দ্রুত তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটায় সেখান থেকে ওয়াহিদ মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

এদিকে ওয়াহিদের প্রতিবেশী মারা যাওয়া অপরজন আলতা মিয়া। দুজন সব সময় একসঙ্গে চলাফেরা করতেন। আলতা মিয়াও জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। শুক্রবার সকাল ৭টার দিকে তিনি মারা যান।

আদমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় ওয়ার্ড সদস্য মণীন্দ্র সিংহ বলেন, মৃত দুজন একই ধরনের সমস্যায় ভুগছিলেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক বলেন, তাঁরা বিষয়টি অবগত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তারা নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার প্রক্রিয়া শুরু করেছে।