স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কোভিডে আক্রান্ত

নির্মল রঞ্জন গুহ
নির্মল রঞ্জন গুহ

ঢাকার দোহারে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহসহ ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দোহারে কোভিডে আক্রান্তের সংখ্যা ২০০-তে দাঁড়িয়েছে।

দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, গত বৃহস্পতিবার রাতে নমুনা পরীক্ষার প্রতিবেদনে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহসহ আরও ১১ জনের শরীরে করোনাভাইরাসের ‘পজিটিভ’ ফল আসে। নির্মল রঞ্জন গুহ ৩–৪ দিন ধরে জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন। পরে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে তাঁর নমুনা পরীক্ষা করার জন্য দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনা ‘পজিটিভ’ আসে। তিনি আরও বলেন, গতকাল পর্যন্ত দোহার উপজেলায় ২০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

নির্মল রঞ্জন গুহ প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিন যাবৎ আমি জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলাম। তাই তিন দিন আগে করোনা পরীক্ষার জন্য রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে নমুনা দিয়ে আসি। গত বৃহস্পতিবার আমার নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজিটিভ আসে। আমি চিকিৎসকদের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছি।’