সৈয়দপুরে পিসিআর ল্যাব স্থাপনের দাবি

করোনার নমুনা পরীক্ষার জন্য ঘনবসতিপূর্ণ নীলফামারীর সৈয়দপুরে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন করা হয়। সৈয়দপুর সচেতন নাগরিক সমাজের ব্যানারে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে আজ রোববার দুপুরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে একটি স্মারকলিপিও দেওয়া হয়। মানববন্ধন চলার সময় এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বক্তব্য দেন সৈয়দপুর সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক অধ্যক্ষ হাফিজুর রহমান, পৌরসভা তাঁতী লীগের সভাপতি মাসুদুর রহমান, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মৃণাল কান্তি দাস প্রমুখ।

বক্তারা উত্তরের ঘনবসতিপূর্ণ সৈয়দপুরে করোনা পরীক্ষায় পিসিআর ল্যাব দাবি জানান। এ ক্ষেত্রে সৈয়দপুর রেলওয়ে বা সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে স্থাপনের জোর দাবি জানান তাঁরা। পরে সৈয়দপুর ইউএনও বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।