জামালপুরে উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির করোনা পজিটিভ

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

জামালপুরের সরিষবাড়ী উপজেলায় করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সেই সঙ্গে জেলায় নতুন করে ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৪৫৬ জনের করোনা শনাক্ত হলো। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিক জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

করোনা শনাক্ত হওয়া ওই ব্যক্তির নাম সুরুজ মিয়া (৬০)। তিনি সরিষাবাড়ী উপজেলার শিমলা বাজার এলাকার বাসিন্দা। মাছ ব্যবসায়ী ছিলেন সুরুজ। গত বৃহস্পতিবার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জামালপুরের সিভিল সার্জন প্রণয় কান্তি দাস বলেন, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ছয়জনের মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় গত ৫ এপ্রিল প্রথম কোভিড–১৯ রোগী শনাক্ত হয়।