চাঁদপুরে আরও ৪৬ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁদপুরে নতুন করে ৪৬ জনের শরীরে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে। সোমবার দুপুরে এটি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ।

সিভিল সার্জন বলেন, ২০ ঘণ্টায় জেলার মোট ৩৩৫ জনের পরীক্ষার প্রতিবেদন এসেছে। এর মধ্যে ৪৬জন করোনা ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হন। এর মধ্যে গত ১২ মে উপসর্গ নিয়ে মারা যাওয়া কচুয়ার রুহুল আমিনের প্রতিবেদনও পজিটিভ এসেছে। নতুন ৪৬ জনকে নিয়ে জেলায় মোট করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা বেড়ে ৬১০ জন হলো ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে চাঁদপুর সদরে ৩০ জন, হাজীগঞ্জে ২ জন, মতলব উত্তরে ৬ জন, মতলব দক্ষিণে ৪ জন, ফরিদগঞ্জে ২ জন, শাহরাস্তিতে ১ জন এবং কচুয়ায় ১ জন।

স্বাস্থ্য বিভাগের হিসেবে, চাঁদপুর জেলা থেকে এ পর্যন্ত ৩ হাজার ৭৭১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে প্রতিবেদন পাওয়া গেছে ৩ হাজার ১৮৮ জনের। এ পর্যন্ত করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত ৬১০ জনের মধ্যে ৪৬ জনের মৃত্যু হয়েছে।