কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়রের করোনা শনাক্ত

কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ৯ নম্বর ওয়ার্ডের টানা ছয়বারের কাউন্সিলর জমির উদ্দিন খান। ছবি: সংগৃহীত
কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ৯ নম্বর ওয়ার্ডের টানা ছয়বারের কাউন্সিলর জমির উদ্দিন খান। ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ৯ নম্বর ওয়ার্ডের টানা ছয়বারের কাউন্সিলর জমির উদ্দিন খান করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। আজ সোমবার বিকেলে পাওয়া তাঁর নমুনা পরীক্ষার ফলে করোনা পজিটিভের বিষয়টি জানা যায়। বর্তমানে তিনি কুমিল্লা নগরের পশ্চিম বাগিচাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিজ বাসায় আইসোলেশনে আছেন।

জমির উদ্দিন খান কুমিল্লা মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক। তিনি ‘জম্পি’ নামে এলাকায় সবার কাছে পরিচিত।

জানতে চাইলে জমির উদ্দিন খান প্রথম আলোকে বলেন, ‘গত মঙ্গলবার থেকে আমার জ্বর শুরু হয়। জ্বর না কমায় গত শনিবার নমুনা দিই। আজ সোমবার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। আমি বাসায় আইসোলেশনে আছি। সবার কাছে দোয়া চাই।’

কুমিল্লা নগরের জনপ্রিয় এই কাউন্সিলর ১৯৮৫ সাল থেকে টানা ছয়বার নির্বাচন করে প্রতিবারই জয়ী হয়েছেন। এ সময়ে কোনো নির্বাচনে তিনি পরাজিত হননি। একুশের সংগঠন তিন নদী পরিষদের সাধারণ সম্পাদক তিনি। কুমিল্লার সংস্কৃতিপ্রেমী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।