করোনাকালে প্রাণ-প্রকৃতি

ভালো নেই মানবকুল, ভালো আছে প্রাণ-প্রকৃতি। সারা বিশ্ব থমকে আছে করোনাকালে। ইটভাটাসহ বন্ধ রয়েছে কলকারখানা। সড়কে মানুষের চলাচলও সীমিত। শহর কিংবা গ্রাম—সর্বত্রই দূষণে বাতাস ছিল ভারী। এই সময়ে প্রাকৃতিক পর্যটনকেন্দ্র, পাহাড়, নদ-নদী, হাওর-বাঁওড়ে নেই মানুষের হইহুল্লোড়। বেড়াতে আসা মানুষের চাপ নেই প্রকৃতিতে। শুরু হয়ে গেছে বর্ষাকাল। করোনাকালে মানুষ যখন দিশেহারা, ঠিক তখন প্রকৃতি তার নিজের ছন্দে ফিরছে। চলতি পথে ফোটা ফুলে মৌমাছির ওড়াউড়ির দেখা মিলছে। শহুরে জীবনে এনে দিয়েছে শান্তির উপসর্গ।

১ / ৮
বাড়ির দেয়াল ঘেঁষে বেয়ে উঠেছে নয়নতারা ফুল। পাঁচতলা এই বাড়ির ছাদে ঘুঘুর দেখা মিলল। রোববার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে।  ছবি: সাবিনা ইয়াসমিন
বাড়ির দেয়াল ঘেঁষে বেয়ে উঠেছে নয়নতারা ফুল। পাঁচতলা এই বাড়ির ছাদে ঘুঘুর দেখা মিলল। রোববার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে। ছবি: সাবিনা ইয়াসমিন
২ / ৮
নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন কলকারখানার বর্জ্যে শীতলক্ষ্যা নদীর পানি ধূসর হয়ে থাকে। লকডাউনের কারণে কারখানা বন্ধ। বর্ষায় প্রবেশ করেছে নতুন পানি। প্রাণ ফিরে পেয়েছে নদীটি। গতকাল সকালে নারায়ণগঞ্জের ১ নম্বর খেয়াঘাট এলাকায়। ছবি: দিনার মাহমুদ
নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন কলকারখানার বর্জ্যে শীতলক্ষ্যা নদীর পানি ধূসর হয়ে থাকে। লকডাউনের কারণে কারখানা বন্ধ। বর্ষায় প্রবেশ করেছে নতুন পানি। প্রাণ ফিরে পেয়েছে নদীটি। গতকাল সকালে নারায়ণগঞ্জের ১ নম্বর খেয়াঘাট এলাকায়। ছবি: দিনার মাহমুদ
৩ / ৮
কলকারখানা বন্ধ ছিল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে। সড়কে যানবাহনও চলেনি। শুরু হয়েছে বর্ষা মৌসুম। বাতাসে দূষণের মাত্রা কমে গেছে অনেকখানি। চারদিকে যেন সবুজের প্রদর্শনী। রোববার রাজধানীর হাতিরঝিল এলাকায়।  ছবি: সাজিদ হোসেন
কলকারখানা বন্ধ ছিল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে। সড়কে যানবাহনও চলেনি। শুরু হয়েছে বর্ষা মৌসুম। বাতাসে দূষণের মাত্রা কমে গেছে অনেকখানি। চারদিকে যেন সবুজের প্রদর্শনী। রোববার রাজধানীর হাতিরঝিল এলাকায়। ছবি: সাজিদ হোসেন
৪ / ৮
সড়কে যান চলাচল কম, ধুলাবালুও। ফাঁকা সড়ক বিভাজকে গাছে গাছে রঙিন ফুলের সমারোহ। প্রকৃতি যেন মেলে ধরেছে তার অপরূপ সৌন্দর্য। সম্প্রতি রাজধানীর কাকরাইল এলাকায়।  ছবি: শামসুল হক
সড়কে যান চলাচল কম, ধুলাবালুও। ফাঁকা সড়ক বিভাজকে গাছে গাছে রঙিন ফুলের সমারোহ। প্রকৃতি যেন মেলে ধরেছে তার অপরূপ সৌন্দর্য। সম্প্রতি রাজধানীর কাকরাইল এলাকায়। ছবি: শামসুল হক
৫ / ৮
করোনার কারণে বন্ধ বিনোদনকেন্দ্রগুলো। প্রাকৃতিক পরিবেশে উন্মুক্তভাবে বড় হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে আনা তিনটি হোয়াইট পেলিক্যান। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়।  ছবি: আশরাফুল আলম
করোনার কারণে বন্ধ বিনোদনকেন্দ্রগুলো। প্রাকৃতিক পরিবেশে উন্মুক্তভাবে বড় হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে আনা তিনটি হোয়াইট পেলিক্যান। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। ছবি: আশরাফুল আলম
৬ / ৮
যান চলাচল লকডাউনে বন্ধ ছিল দীর্ঘদিন। শুরু হয়েছে বর্ষা মৌসুম। টানা বৃষ্টিতে ধুয়েমুছে গেছে পাতায় জমে থাকা ধুলার আবরণ। সড়ক বিভাজকে নতুন পাতার ভাঁজে ভাঁজে শোভা পাচ্ছে রঙ্গন ফুল। গতকাল রাজশাহী নগরের ঐতিহ্য চত্বর এলাকায়।  ছবি: শহীদুল ইসলাম
যান চলাচল লকডাউনে বন্ধ ছিল দীর্ঘদিন। শুরু হয়েছে বর্ষা মৌসুম। টানা বৃষ্টিতে ধুয়েমুছে গেছে পাতায় জমে থাকা ধুলার আবরণ। সড়ক বিভাজকে নতুন পাতার ভাঁজে ভাঁজে শোভা পাচ্ছে রঙ্গন ফুল। গতকাল রাজশাহী নগরের ঐতিহ্য চত্বর এলাকায়। ছবি: শহীদুল ইসলাম
৭ / ৮
দীর্ঘদিন করোনার প্রভাবে সড়কে যান চলাচল করেনি। এর মধ্যেই শুরু হয়েছে বর্ষা মৌসুম। গাছপালা মেলে ধরেছে তার সৌন্দর্য। ফুলে ছেয়ে থাকা পার্কের পথে হেঁটে যাচ্ছেন এক পথচারী। রোববার সোহরাওয়ার্দী উদ্যানে।  ছবি: সাজিদ হোসেন
দীর্ঘদিন করোনার প্রভাবে সড়কে যান চলাচল করেনি। এর মধ্যেই শুরু হয়েছে বর্ষা মৌসুম। গাছপালা মেলে ধরেছে তার সৌন্দর্য। ফুলে ছেয়ে থাকা পার্কের পথে হেঁটে যাচ্ছেন এক পথচারী। রোববার সোহরাওয়ার্দী উদ্যানে। ছবি: সাজিদ হোসেন
৮ / ৮
পাহাড় কাটা হয়েছে লকডাউনের মধ্যে। সেখানে বাসা বেঁধেছে সুইচোরা পাখিরা। গত শনিবার সকালে চট্টগ্রাম নগরের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড এলাকায়।  ছবি: সৌরভ দাশ
পাহাড় কাটা হয়েছে লকডাউনের মধ্যে। সেখানে বাসা বেঁধেছে সুইচোরা পাখিরা। গত শনিবার সকালে চট্টগ্রাম নগরের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড এলাকায়। ছবি: সৌরভ দাশ