চিকিৎসা নিতে আসা মানুষ যেন হয়রানি শিকার না হয়: গণফোরাম

ড. কামাল হোসেন ও রেজা কিবরিয়া
ড. কামাল হোসেন ও রেজা কিবরিয়া

মানুষের জীবন রক্ষায় সরকারকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে গণফোরাম। চিকিৎসা নিতে আসা মানুষ যেন হয়রানি শিকার না হয়, সে ব্যাপারেও পদক্ষেপের আহ্বান জানিয়েছে দলটি।

আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া বলেন, করোনাভাইরাস আমাদের দেশে মহামারি আকার ধারণ করেছে। মানুষের জীবন রক্ষায় সরকারকে প্রয়োজনীয় সব ব্যবস্থা দ্রুততার সঙ্গে গ্রহণ করার দাবি জানাচ্ছি। এ ক্ষেত্রে করোনায় আক্রান্ত লোকজনের পরীক্ষার জন্য ল্যাব, অক্সিজেন, ভেন্টিলেশনসহ হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যার ব্যবস্থা করতে হবে।

গণফোরামের নেতারা আরও বলেন, রেড জোন এলাকাতে মানুষের খাদ্য, চিকিৎসা, ওষুধসহ প্রয়োজনীয় জিনিসের সরবরাহ নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য খাতের সব দুর্নীতি বন্ধ এবং সৎ, দক্ষ বিশেষজ্ঞদের নিয়ে জাতীয় কমিটি গঠন করে কাজের সমন্বয় করার দাবি জানান তাঁরা।

চিকিৎসা দিতে গিয়ে মৃত্যুবরণকারী চিকিৎসকদের জন্য শোক প্রকাশ করে ড. কামাল এবং রেজা কিবরিয়া বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যর্মীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্যসেবাকে চলমান রাখার প্রতি খেয়াল রাখতে হবে।