গাজীপুরে কোভিড হাসপাতালে আড়াই ঘণ্টায় দুজনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরে কোভিড-১৯ ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন দুজন মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুই ঘণ্টার ব্যবধানে ওই দুই রোগীর মৃত্যু হয়।

মৃত ব্যক্তিদের মধ্যে একজন গাজীপুর মহানগরের পশ্চিম জয়দেবপুর এলাকার বাসিন্দা এক ব্যবসায়ী (৪৯)। অপরজন গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকার এক গৃহবধূ (৬৫)।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রফিকুল ইসলাম জানান, করোনার উপসর্গ নিয়ে পশ্চিম জয়দেবপুর এলাকার ওই বাসিন্দা গতকাল বুধবার রাত ৯টার দিকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন। আজ বেলা পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ছাড়া পিরুজালী এলাকার ওই গৃহবধূ করোনার উপসর্গ নিয়ে গত মঙ্গলবার (২৩ জুন) সকালে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন। আজ বেলা একটার দিকে তিনিও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রফিকুল ইসলাম বলেন, করোনাভাইরাস পরীক্ষার জন্য মৃত দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।