কুড়িগ্রামে নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে প্রবাহিত ১৬টি নদ–নদীর পানি বেড়েছে। এতে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে পড়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, আজ শুক্রবার সকালে ব্রহ্মপুত্র নদের পনি চিলমারী পয়েন্টে ২৩ দশমিক ৬৩ মিটার বেড়ে বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপর দিকে ধরলা নদীর পানি কুড়িগ্রাম সদর পয়েন্টে বিপৎসীমা বরাবর প্রবাহিত হচ্ছে। এ ছাড়া দুধকুমার নদ নুনখাওয়া পয়েন্টে ২৬ দশমিক ২৭ বেড়ে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার, তিস্তা কাউনিয়া পয়েন্টে ২৮ দশমিক ৮০ মিটার বেড়ে বিপৎসীমার ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার ওপর দিয়ে প্রবাহিত ১৬টি নদ–নদী পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টির সঙ্গে পানি বাড়া অব্যাহত রয়েছে।

পানি বাড়ায় কুড়িগ্রাম সদরের যাত্রাপুর; নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া, কালিগঞ্জ, নারায়ণপুর; উলিপুর উপজেলার বেগমগঞ্জ, সাহেবের আলগা, চিলমারী ইউনিয়নের নয়ারহাট, অষ্টমীর চর ইউনিয়নের অন্তত ৩০টি চরে পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে নিম্নাঞ্চলের উঠতি ফসল বাদাম, তিল, কাউন, পাটসহ বিভিন্ন ধরনের ফসলের খেত। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে নদীভাঙন।

এ ব্যাপারে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, কুড়িগ্রামে নদ–নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ব্রহ্মপুত্রের অববাহিকায় কুড়িগ্রাম সদর, চিলমারী, উলিপুর, রৌমারী, রাজিবপুর উপজেলা ও নাগেশ্বরীর কিছু অংশ বন্যাকবলিত হয়ে পড়তে পারে।