নারায়ণগঞ্জে কোভিডে আরও একজনের মৃত্যু

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি শিল্প এলাকা সিদ্ধিরগঞ্জের মিজমিজি গ্রামের বাসিন্দা (৪৮) ছিলেন।

আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তি মারা যান।
সিভিল সার্জন কার্যালয় আরও জানিয়েছে, আজ নতুন করে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন আরও ১৩৭ জন। জেলায় মোট আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯২৫। দুই চিকিৎসকসহ ১১০ জনের মৃত্যু হয়েছে। আইসোলেশনে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭১ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিটি এলাকায় কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬০ জনের। আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭১৬ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৯৫৮ জনের। আইসোলেশনে থেকে সুস্থ হয়েছে ৯৬৫ জন।
এ ছাড়া কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে সদর উপজেলায় ২২ জন, বন্দরে ৩ জন, আড়াইহাজারে ৪ জন, রূপগঞ্জে ৮ জন এবং সোনারগাঁয়ে ১৩ জন মারা গেছেন।